Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার হাওয়ার জন্য করণীয় পদক্ষেপগুলো হলোঃ
বিস্তারিত

নির্ধারিত ফরম-২ ও প্রবাসী ভোটার এর ক্ষেত্রে ফরম-11 সহ প্রয়োজনীয় কাগজ পত্র সহ পুরণ করে সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে (উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ অথবা অনলাইনে নতুন ভোটার নিবন্ধন আবেদন ফরম পূরণ করা যায়। 

অনলাইনের ভোটার নিবন্ধনের ওয়েবসাইট লিংকঃ https://services.nidw.gov.bd)

1। অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি।

2। P.S.C/J.S.C/S.S.C/ সমমান সনদের সত্যায়িত ফটোকপি ।

3। পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক অফিসিয়াল প্যাডে প্রদত্ত স্থায়ী বাসিন্দা মর্মে অফিসিয়াল প্যাডে অফিস স্মারকে তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়নপত্রের মূল কপি।

4। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

5। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

6। বাড়ীর বিদ্যুৎ বিল (সদ্য পরিশোধকৃত বিদ্যুৎ বিলের মূল কপি)।

7। রক্তের গ্রুপের রিপোর্টের কপি (যদি থাকে)

8। প্রবাসিদের ক্ষেত্রে পাসপোর্ট এর শেষ ভিসার ফটোকপি সত্যায়িত (ছবিযুক্ত পাতা, ঠিকানাযুক্ত পাতা ও শেষ ভিসার পাতা)।

9। আবেদন ফরম-2 (34 ও 35) নং ক্রমিকে শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও স্বাক্ষর থাকতে হবে। শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে (শনাক্তকারী হবে তার পরিবারের কেউ যেমনঃ বাবা, মা, ভাই- বোন, চাচা-ফুফু বা নিকটতম প্রতিবেশী)

10। আবেদন ফরম-২ (৪০. ৪১. ৪২) নং ক্রমিকে যাচাইকারী হিসাবে স্থানীয় মেয়র/চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডে সদস্যের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্বাক্ষর সীল অবশ্যই থাকতে হবে।