Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Migration Application for Paper
Details

 নির্ধারিত ফরম-১৩  (প্রয়োজনীয় কাগজপত্রসহ) সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। 

(নির্ধারিত ফরম-13 উপজেলা নির্বাচন অফিস/ উপজেলা নির্বাচন অফিসের ফেসবুক আইডি/বাংলাদেশ নির্বাচন কমিশন এর লিংক থেকে সংগ্রহ করা যাবে ওয়েবসাইট লিংকঃ http://www.nidw.gov.bd/downloadForm.php)

1।  পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক তার অফিসিয়াল প্যাডে অফিস স্মারকে তারিখ উল্লেখপূর্বক বর্তমানে উক্ত এলাকার বাসিন্দা মর্মে স্থানান্তেরর সুপারিশসহ প্রত্যয়নপত্র।

2।   ইউটিলিটি বিলের অনুলিপি (সদ্য পরিশোধকৃত বিদ্যুৎ বিলের মূল কপি)।

3।   পৌরকর রশিদ/চৌকিদারী কর রশিদ

4।   বিবাহিত মহিলার জন্য স্বামীর জাতীয় পরিচয়পত্রের এর ফটোকপি।

5।    ফরম-13 এর পরবর্তী পাতায় মাঝের দিকে আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষরসহ তথ্যাদি পূরন করতে হবে। (শনাক্তকারী হবে তার পরিবারের কেউ যেমনঃ বাবা, মা, ভাই-বোন, চাচা-ফুফু বা নিকটতম প্রতিবেশী)